ঢাকা ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

ঈশ্বরদীতে রাতভর অভিযানে বিএনপির ৭ নেতাকর্মী আটক

ঈশ্বরদীতে রাতভর অভিযানে বিএনপির ৭ নেতাকর্মী আটক

পাবনার ঈশ্বরদীর বিভিন্ন এলাকায় বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ভোররাত পযন্ত উপজেলার পাকশী, ছলিমপুর, সাহাপুর, লক্ষীকুন্ডা ইউনিয়নের বিভিন্ন এলাকার নিজ নিজ বাড়ি থেকে বিএনপির ৭ নেতাকর্মী কে আটক করা হয়।

আটককৃতরা হলেন ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরীফ, ছলিমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কবিরুজ্জামান রেন্টু, লক্ষীকুন্ডা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব রানা বিশ্বাস, রবিউল ইসলাম রবি বিশ্বাস, রাশেদুল ইসলাম, মনির হোশেন ও রমজান আলী প্রমুখ বিএনপি ও সহযোগী সংগঠনের ৭ নেতাকর্মীকে আটক করা হয়েছে। আটককৃতদের স্বজনরা অভিযোগ করে বলেন, সারাদিন থানায় আটক রেখে বৃহস্পতিবার বিকালে বিশেষ ক্ষমতা আইনে তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বৃহস্প্রতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) অরবিন্দ সরকার।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) অরবিন্দ সরকার জানান, আটককৃতরা সবাই বিএনপি ও এর সহযোগি সংগঠনের নেতাকর্মী। তারা ২৮ অক্টোবর ঢাকার কর্মসুচিকে কেন্দ্র করে নাশকতা করার জন্য ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছিল।

আটক,নেতাকর্মী,বিএনপি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত